তোমার চোখের পাতায় একটা গান লিখেছিলাম,
মনে পড়ে না ?
তুমি যখন বললে সুর দিতে,
ঠিক তখনি তোমার নাকের নথ বাঁধা দিলো,
ঝনঝনিয়ে উঠলো তোমার পায়ের জোড়া নুপুর,
ঢেউ খেলানো চুলের প্রতিটি ভাঁজ,
ঠিকঠাক সাজিয়ে দিলো গানের তাল মাত্রা লয়।
এক ধ্যানে তাকিয়ে থাকতাম তোমার চোখের মনিতে,
মনে পড়ে না ?
লজ্জা পেয়ে কখনো মুখ লুকাতে আমার বুকে,
কখনো প্রশ্ন করতে ''কি দেখছো " ?
উত্তর দেবার আগেই বাঁধা দিলো তোমার হাতের রেশমি চুরি,
গালের টোলে লুকিয়ে থাকা তিল বলে দিলো,
তোমার চোখের ভেতর আমায় নিয়ে লেখা আছে অসীম উপন্যাস।
অধরাত্রি এখন,তুমি আমি দুজন
বসে আছি এই নিরালায়
মনে মনে আছি অজানায়।
চাঁদ সে তাকিয়ে আছে
তারারা হাত বাড়িয়েছে,
শত সুখেরই কথা, যত দুঃখেরই ব্যাথা
করে নিয়ে ভাগাভাগি হবো যে আপন।
গাছের পাতা নড়ছে
হিমেল হওয়া বইছে ,
ভালোবাসার মোহনায়
মিশে যাবো দুজনায়,
মিশে রবো সারাটি জীবন।
অধরাত্রি এখন,তুমি আমি দুজন
বসে আছি এই নিরালায়
মনে মনে আছি অজানায়। (গান লেখা ২০০৮)
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



