
ছবি: ইন্টারনেট
ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে কেন ?
আমি তোমাকে ভালোবাসি ,
ভালোবাসি তোমার দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত সত্ত্বাকে।
খুব করে পেতে চাই তোমাকে,
একদম কাছে, যে কাছের কোনো পরিমাপ হয় না,
বলতেও পারবে না চুল পরিমান কাছে।
আমি তোমাকে ভালোবাসি বেলায় অবেলায় অবলীলায় ,
তোমাকে ভালোবাসি গোলাপের সুঘ্রাণ থেকেও বেশি,
তোমাকে পেতে চাই আবৃত, নগ্ন সর্বাবস্থায়,
তোমার সুধা বার বার নতুন অমৃত হয়ে আসুক আমার জীবনে।
আমার শেষ হয়ে যাওয়ায় তোমার শুরু হোক,
আমাকে আবার গড়ে নিও শুরু থেকে।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


