
কেউ দিলনা গলায় তাদের বকুল ফুলের মালা
এই জনমে ফুরাবেনা আর ভাই হারানোর জ্বালা।
বাহান্নতে এমনই এক ফেব্রুয়ারির তপ্ত দুপুর বেলা
মোদের বুকের রক্তে ভাইসা গেছে প্রিয় বর্ণমালা।
ভাই থাকতে কেউ বুঝেনা ভাই হারানোর জ্বালা
শোকের আগুন পোড়ায় হার-মাংস কইরা কালা।
কাঁদেরে মা কেবল একলা ঘরে পুত্র হারা হইয়া
শান্তনায় বাধ মানেনা জ্বলে অনল রইয়া রইয়া।
এই বাংলায় সোনার ছেলের সোনার কবর চাই
ভাষার জন্য রক্ত দেওয়ার ইতিহাস অন্য জাতির নাই।
তুমি অমর অম্লান যুগে যুগে একুশে ফেব্রুয়ারি
মোদের প্রাণের গহিনে যেন তোমার বসত বাড়ি।
ছবি-নিজের আঁকা।
রিপোস্ট।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




