
আজকের গল্পটি বিষাদের। আসর গল্পটি কষ্টের। গত ১৬/০৪/২২ তারিখ বন্ধের দিন নিত্য নৈমিত্তিক কাজ শেষে মেয়েকে গোসল করিয়ে দিয়ে আমি গোসলে ঢুকলাম।
মেয়ের মা খাবার রুমে কাজে ব্যস্ত। এদিকে মেয়ে আমার চুল আঁচড়ানোর জন্য ড্রেসিং টেবিল থেকে চিরুনি বের করেছে আর মুখে স্নো দেওয়ার জন্য ড্রয়ার বের করতেই একটা মালার পুথি তার নজরে পড়েছে।
সে ওই পুথি নিয়ে খেলা করতে করতে তার নাকের ভিতর ঢুকিয়ে দিয়েছে এবং একটু পরেই আঙ্গুল দিয়ে বের করার চেষ্টা করছে। কিন্তু কিছুতেই নাক থেকে পুথিটি বের করতে না পেরে দৌড়ে তার মা'র কাছে গিয়ে বলল, মা, মা বের করে দাও। নাক থেকে বের করে দাও।
মেয়ের কথা শুনে তার মা কাজ ফেলে বলল, তোমার নাকে কি হয়েছে ? মেয়ে তখন কাঁদো গলায় বলল পুঁথি।
-আল্লাহ পুঁথি কেমনে ঢুকলো নাকে মধ্যে ! দেখি দেখি বলে, সে দেখল পুঁথি অনেক দূর গিয়ে নাকে আটকে আছে। সামান্য একটু দেখা যাচ্ছে।
এবার মা মেয়ে দুজনেই বাথরুমের দরজার সামনে হাজির। বাবুর মা আতঙ্কিত গলায় বলতে লাগলো, বাবুর নাকে পুঁথি ঢুকেছে তাড়াতাড়ি বের হন। বাবুর সর্বনাশ হয়েছে।
আমি সবেমাত্র পানি দিয়ে শরীর ভিজিয়েছি। এ অবস্থায় দরজা খুলে বাবুকে তার মাথাটা ধরে একটু নিচু করে জোরে হাঁচি দিতে বললাম কিন্তু কোন কাজ হলোনা।
এদিকে বাবু বলছে, আমাকে নিচে নিয়ে যাও মানে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলছে।
আমি ওর মাকে বললাম, নাকে হাত দিয়ে বা কিছু দিয়ে খোঁচাখুঁচি করবে না। বাবুকে কোলে রাখো আমি গোসল থেকে বের হয়ে ফার্মেসিতে নিয়ে যাচ্ছি।
বাবু আমার কোলে ভয়ে কান্না করার মত অবস্থা। আমি অভয় দিয়ে বললাম ঠিক হয়ে যাবে তুমি ভয় পেয়ো না। ফার্মেসির ছেলেটি দেখে বলল, বের করাটা বেশ কঠিন হবে। পুথি অনেক দূরে চলে গিয়েছে। নাকের যে পাশে পুথি ঢুকেছে সে পাশ দিয়ে বাবু শ্বাস নিতে পারছে না। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তুমি এই রমজানে এই বিপদ থেকে উদ্ধার করো।
ছেলেটি দুবার চেষ্টা করেও পুঁথি বের করতে পারলো না। আমি তাকে বললাম, তুমি যদি মনে করো যে পুথি বের করতে পারবে না তাহলে আমাকে বলো আমি হাসপাতলে চলে যাই।
ছেলেটি বলল একটু ধৈর্য ধরুন। সে একটা ঔষধ বের করে সেটা বাবুর নাকে দিয়ে দিল। কিছুক্ষণ পর বাবু হাঁচি দিতে শুরু করলো এবং আমি আমার গেঞ্জির একটা অংশ বাবুর নাকের সামনে মেলে ধরলাম ছেলেটির কথামত তারপর প্রচন্ড জোরে হাঁচির সাথে সেই পুথি বের হয়ে আসলো।
চঞ্চল বাচ্চাদের আরও বেশি নজরে রাখা উচিৎ। ভাল থাকুন সকল শিশুর শিশুকাল।
এই ভয় ও বেদনাময় গল্পটি মনে হইলেই বুকের ভিতর একটা অস্বস্তি টের পাই।
ছবি-নিজের তোলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


