
মা, করোনা কবে শেষ হইব
কবে পেট ভইরা ভাত খাইতে পারমু।
মা নীরব নির্বাক
কারণ কেউ তাকে বলেনি করোনা কবে শেষ হবে।
অনেক দিন স্কুল কলেজ বন্ধ
বন্দের আগে বাংলা সাহিত্যের ম্যাডাম বলেছিল-
তোমরা সবাই পুরুষকে নিয়ে কবিতা লিখবে;
সাহিত্যে পুরুষ বেশ উপেক্ষিত।
রোজগেরে পুরুষের ঘামে ভেজা
বুকের পশম যেন বাস্তবতার একেকটা অধ্যায়
এই ভাবনাটা জোছনা রাতের মতই সত্য
তবু কেন কেউ কবিতায় লিখলনা ?
ক্ষমতা পেলে কিংবা খুটির জোড়ে
কারো কারো সাধ জাগে
লংকার রাবন হতে
মাত্রা ছাড়া পাপের আগুন কাউকেউ ছাড়েনা।
কদমের ভেজা ফুল নিয়ে
অপরাহ্নে প্রেমিক ফিরে গিয়েছিল-
প্রিয়া যে অন্যের হাত ধরে বৃষ্টিতে ভিজছে
কত শত মানুষের দিন যায় বেদনার তসবীহ গুনে।
এক সমুদ্র বেদনা নিয়ে তবুও আশার বসিত বুকের গহীনে-
বেদনার তসবীহ গুনে গুনে সুখের দিন আসবে একদিন।
ছবি-নিজের তোলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


