
দোলনার ছবি দেখে স্মৃতিকাতর হওয়া স্বাভাবিক। ছেলেবেলা ও দোলনা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। মেয়ের আবদারে দোলনা টা বানিয়েছিলাম জাম্বুরা গাছে কিন্তু গাছটা ছোট ও ফলবতি হওয়াতে দোল খাওয়ার সাথে সাথে গোড়াসহ নড়ে যেত। তাই সরিয়ে আম গাছে বাঁধা হলো।
এখন কন্যা বেশিরভাগ সময় দোলনা দখল করে রাখে অন্য বাচ্চারা সুযোগ পায় না। তার এই খুশির কাছে অন্য সবকিছু ম্লান।
ব্ললটাও আমার কাছে একটা দোলনার মতোই মনে হয়। এখানে এসে দোল খেতে খেতে কত কিছু লেখা হয়, দেখা হয়, পড়া হয়।
এখানে অনেকেই অপরকে দোল দিতে বেশ পারঙ্গম। এখানে কে কতটুকু দোল দেয় আর দোল খায় সেটা তার পোস্ট দেখলেই বুঝা যায়।
এই ব্লগটা বিভিন্ন মানুষের বলা বোলে দোল খেতে থাকুক বসন্ত বাতাস এর মতন চিরকাল। আর আমাদের সময় কেটে যায় দেখতে দেখতে পড়তে পড়তে ,লিখতে লিখতে ,শিখতে শিখতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


