দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর জনগণকে ভোট দানে বিরত থাকার আহ্বান জানিয়ে কি পেল বিএনপি ?
সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচি চালিয়ে কি পেল বিএনপি ?
দেশে নির্বাচনী সহিংসতার দায় ভার কি শুধু বিএনপির ?
যে যায় লংকা সে হয় রাবন এ প্রবাদ কি সত্যি হচ্ছে বার বার ?
রাজপথ উত্তপ্ত, জনগণ উত্তপ্ত সেই দিন আর নেই কিন্তু কেন ?
কেউ কাউকে ক্ষমতায় বসাবেনা, অর্জন করে নিতে হবে, আর কবে বুঝবে বিরোধী দলগুলো ?
কেন নির্বাচন মানেই কিছু মানুষের প্রাণ কেড়ে নিতে হবে ?
কেন প্রত্যেক দলের অংশগ্রহণে নির্বাচন হবেনা, এ কেমন গণতন্ত্র দেশ চলছে ?
আমরা কি এমন নির্বাচন চাই ?
আনন্দমুখর পরিবেশে সকলের ভোট গ্রহণ এই স্বপ্নের বাস্তবায়ন চাই ?
ছবি-https://www.risingbd.com/
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭