
গতকাল ছিল বছরের শেষ। সন্ধ্যায় আমার মেয়েকে তার মা বলল, আজ রাত ১২।০০ টায় আতশ বাজি ফুটাবে নতুন বছরকে স্বাগতজানিয়ে।
মেয়ে কথাটা শুনেই বলল, আমি কিন্তু সজাগ থাকবো, দেখবো।
ঠিক আছে যদি সজাগ থাকতে পারো তবে দেখতে পাবে।
মা, আমি গত বছরও রাতে দেখেছি, মনে পড়েছে। সে বলল, আজ বছরের শেষ দিন, আজ আর লেখা পড়া করবনা।
আমি বললাম, তোমার পড়া গুলো একবার আমাকে শোনাও, বই নিয়ে বসতে হবেনা। তার তার সুখস্ত সব পড়াগুলো বলে খেলায় মগ্ন হলো।
রাত ১১।০০ বাজতেই খেয়ে শুয়ে পড়লাম। রোজ রাতের মত আমাকে গল্প বলতে হলো। গল্প শুনে মেয়ে ঘুমিয়ে গেল। ঠিক বারটা বাজার আগেই ছোট্ট বাবুটা জেগে উঠেছে, কান্না শুরু করেছে। পাশের রুম থেকে তার মা তাকে কোলে করে নিয়ে এসে আমার রুমের জানালায় দাড়ালো। তখন পোনে বারোটা বাজে। শুরু হলো আতশবাজী ফুটানো, ছেলে পেলেদের উল্লাস।
তা মা এসব দেখে আফসোস করছে, মেয়েটা ঘুমিয়ে গেলো দেখতে পেলনা।
আমি বললাম, এসব দেখার কি আছে, যাও তুমিও ঘুমাতে যাও। ছোট বাবু বাহিরে অবাক হয়ে তাকেয়ে আছে। যদিও শব্দ তেমন জোড়ালো শোনা যাচ্ছেনা তাই সে ভয় পাচ্ছেনা।
মেয়েকে ডাকলাম, সে উঠে আবার ঘুমিয়ে গেলো। আবার কিছুক্ষণ পরে ডেকে উঠালাম, সে ঘুম ঘুম চোখে দেখেছে আর আনন্দ পাচ্ছে। তার মা বলছে, তুমি আবার এটা স্বপ্ন মনে করোনা।
মা, আমি আজকে রাতে এটাই স্বপ্ন দেখবো। শুধু আতশ বাতি চারদিকে। কিছুক্ষণ দেখার পর সে হাততালি দিল এবং তার ছোট্ট ভাইকে আদর করে ঘুমিয়ে গেলো।
এভাবেই বছরের শেষ দিন শেষ হলো। আর নতুন বছর চলে এলো অনেক আশা, স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে।
সবাইকে নতুন বছরেরর শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

