হায় গলাবাজি। চ্রম দেশপ্রেমিকের গলাবাজি, বটতলার উকিলের গলাবাজি, মরুভুমির গলাবাজি, কতিপয় ভারতের নাগরিকের গলাবাজি।
দেশের আইন শৃন্খলা বিগত যেকোন সময়ের থেকে ভালো। আজ তাই একের পর এক খুন ধামাচাপা পড়ে যাচ্ছে। আগে যাদের বিচার হয়েছে তারা ছাড়া পেয়ে যাচ্ছে। এম্পি শাওন তার ড্রাইভারকে মেরে পার পেয়ে গেলো, মন্ত্রী রাজিউদ্দিন, লোকমান চেয়ারমেন কে মেরে পার পেয়ে গেলো, জাহান্গীর নগরে নিজেরা নিজেদের মেরে পার পেয়ে গেলো। সাগর-রুনী প্রায় গন কেস। বেডরুমের নিরাপত্তা চাওয়াটা বালখিল্যতা। লোকালয়ে দিনের বেলা নিরাপত্তা নাই আবার বেড রুম!
ওদিকে দেশের পিতা আছেন খুনিদের সাজা মওকুফের তালে। বলা যায় খুনের মহোৎসব চলছে দেশে। আজ খুন হলো সৌদি নাগরিক। জানি আমাদের এই টুকুরা বলবে পুলিশ খুব শিগ্রি মোটিভ উদ্ধার করবে। দোষী গ্রেপ্তার করবে। মরুভুমি হয়তো আল্টিমেটাম দেবে। আর বটতলা বিরোধীদলের কারসাজী খুজে বের করবে। কিন্তু দেশের পুংগী মারা হয়ে গেছে। এমনিতেই সৌদি - বাংলাদেশ সম্পর্ক তলানীতে । এর পর কি হয় দেখা যাক। দেখি খুকুমনিরা আর কোন ফটোসেশন ম্যানেজ করতে পারেন কিনা কোন সৌদি প্রিন্সের সাথে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




