
যেমন কোনো ফুলদানি নয়,
গাছের গোলাপ গাছেই সাজে !
তেমনি বধূয়া তোমার ওই চাঁদ মুখখানা,
আমার বুকের মাঝে।
তুমি নও কোনো রদ্রু মাখা দুপুরের গরম প্রহর !
তুমি আমার গায়ের শীতের চাদর।
তুমি আমার পরম মিতালী,
তুমি আমার পাশে যেন এক খন্ড সমুদ্র চিড়ে জেগে ওঠা
কোনো এক প্রবল শৈতালী ।
বার বার যাই আমি বলিয়া !
তোমার কোনে আমার দৃষ্টি রাখিয়া !
দেখি যখন রাখো কেন ফেলিয়া,
যায় যেন মন আমার উদাস করিয়া ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


