ফিরে না আসার গল্প
তোমাকে নিয়ে আমি অনেক দূরে যাব
যেখানে ঘাসফুলেদের একলা বাতাস নেড়ে যায়
বিচ্ছিরি কোনো রোদ ওঠে না -
মেঘ বর্ষে যখন ইচ্ছে আমাদের
শুধু ভালোবাসাটাই স্থির, অনুভূতিগুলো অস্থির।
কেউ এসে বলবে না - "সন্ধে হয়ে গেছে"
বাড়ি ফেরার চিন্তা মনের গোয়ালে ফেরাবো
তোমায় আমি সেথায় নিয়ে যাব।
তোমাকে নিয়ে আমি অনেক দূরে যাব
যেখানে রাতের আকাশে তারা ভিড় করে আমাদের দেখতে
সে আকাশে খসে পড়া তারারা জানান দেয় না -
কোনো ঝরে পড়া ভালোবাসার
নিখুঁত দিনগুলো সব, আর নির্ভাবনার রাত।
কেউ কাউকে বলবো না - "চল বাড়ি ফিরে যাই"
নির্বাক চোখের কষ্ট কাটায় নিশ্চুপ ঠোঁটগুলো
তোমায় আমি সেথায় নিয়ে যাব।
তোমাকে নিয়ে আমি অনেক দূরে যাব
যেখানে ফেলে আসা ভাবনারা যাতনা দেয় না
ধূলো পড়া অতীত ক্যানভাস ঢাকবে -
তোমার-আমার ভালোবাসার রঙে
অনুযোগ নেই, নেই কোন অভিমান।
মনে মনে বহুবার বলি - "ভালোবাসি অনেক"
নিশ্চিন্ত কিছু ভাবনা বসাবে সুখের সমারোহ
তোমায় আমি সেথায় নিয়ে যাব।
---------------------
২০-০৪-২০১২
সকাল ১১.১০
বিকল্প খুজতে গিয়ে একি হাল?
একটি লাল ফ্যাসিবাদী গল্প:
এক বার সাহিত্যিক সৈয়দ মুজতবা আলি একটি স্টেসনারি দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘ডায়মন্ড বল পেন আছে?’
সেলসম্যান মুখের উপর বলে দিল, “নেই” ।
চলে যাচ্ছেন । নিজেই ফিরলেন... ...বাকিটুকু পড়ুন
কাছের মানুষ
সংসার জীবন থেকে সন্যাস নিয়ে যেদিন ঘর থেকে বের হয়ে যাচ্ছিলাম
সেদিনই কিছু কাছের মানুষ ঘরে এসে হাজির।
সবার কাছ থেকে বিদায় নিয়ে ঘরের দরজা পার হওয়ার আগেই দেখলাম-
সবাই আমার জিনিসপত্র নিজেদের... ...বাকিটুকু পড়ুন
খাও তবে কাঁচকলা, খাও তবে ঘন্টা। (ফেসবুকীয় রঙ্গ)
(সুপ্রিয় ব্লগার ডঃ এম আলী ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১:৪২ শেষবার মন্তব্য করেছিলেন। তারপর আর উঁনাকে ব্লগে দেখা যাচ্ছে না- আশা করি উঁনি সুস্থ ও ভাল আছেন।)
বুভুক্ষুদের খাদ্য তালিকায়... ...বাকিটুকু পড়ুন
ভারতের ৬০ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছে চীন, স্বাধীনতার পথে হাটছে মনিপুর
ভারতের ৬০ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছে চীন। অন্যদিকে উত্তপ্ত হয়ে উঠেছে সেভেন সিস্টারস এর অন্যতম সিস্টির মনিপুর। ভারতের পতাকা নামিয়ে তারা ইতিমধ্যে নিজেদের সাত বর্ণের পতাকা উত্তলন করেছে।
বাংলাদেশের স্বৈরাচার... ...বাকিটুকু পড়ুন
আমি কলা খাই না!
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে)
সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন