সামুতে আমার জন্ম ২ এপ্রিল ২০১১।
কথা ছিল ৭ দিন পরে প্রথম পাতায় এক্সেস পাব।
তারপরে একে একে কত দিন কেটে গেল।
আমাকে দেখিয়ে দেখিয়ে কত লোক প্রথম পাতায় পোষ্ট করে,
মন্তব্য করে কতজন।
আমার করা হয়না কিছুই।
মডু ভাই আমি আর কত অপেক্ষা করব?
অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ব্লগে আসা ছেড়ে দিলে তারপরে তুমি আমাকে এক্সেস দেবে?
২৩ টি বছর কেটে গেল, মডু কথা রাখেনি,
কেউ কথা রাখে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




