স্বাধীনতা আমার দেশের সবুজ পতাকা
স্বাধীনতা আমার নতুন স্বপ্নের ছবি আঁকা।
স্বাধীনতা আমার দেশের রঙিন নকশী কাঁথা
স্বাধীনতা আমার ভাইয়ের রক্তেমাখা।
স্বাধীনতা আমার দেশের কৃষকের হাসি
স্বাধীনতা আমার দেশের রাখালিয়ার বাঁশি।
স্বাধীনতা আমার দেশের একতারার সুর
সেই সুরে বাউল গেয়ে যায় সুমধুর।
স্বাধীনতা আমার দেশের সোনালী ধান
স্বাধীনতা আমার দেশের নদীর কলতান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




