
লকডাউন তুলে দেওয়ার পর থেকেই কোথাও বেড়াতে যাবার জন্য মন আকুপাকু করছিলো। কিন্তু পর্যটন এলাকা খোলা- বন্ধ নিয়ে এক ধরণের সিদ্ধান্তহীনতা চলছিলো বেশ অনেকদিন ধরে। অবশেষে কুরবানি ঈদের তৃতীয় দিন এলো সেই কাঙ্খিত লঘ্ন। রাত দশটায় সায়েদাবাদ থেকে সরাসরি সুনামগঞ্জের বাসে চেপে বসলাম। গন্তব্য টাঙ্গুয়ার হাওড়। ভোরের আলো ফোঁটার আগেই পৌঁছে গেলাম সুনামগঞ্জ। পানসী রেস্টুরেন্টে সকালের নাস্তায় ডিম খিচুড়ী খেয়ে অপেক্ষা করতে লাগলাম ভোরের আলো ফোঁটার। বাইরে কিছুটা ফর্সা হতেই লেগুনা চেপে রওনা করলাম তাহিরপুরের দিকে ।
তাহিরপুর ঘাটে আগে থেকেই আমাদের "জলযাত্রা" অপেক্ষা করছিলো। ঝটপট উঠে গেলাম জলযাত্রায়। নৌকা ছাড়তেই হাওড়ের নির্মল বাতাস শরীর জুড়িয়ে দিলো। কিছুদূর যাবার পর একটা লোকাল বাজার দেখে নৌকা ভিড়ানো হলো। বাজার থেকে হাওড়ের তাজা মাছ, দেশী মুরগী আর অন্যান্য বাজার সেরে শুরু হলো আমাদের আসল যাত্রা। গন্তব্য ওয়াচ টাওয়ার। যদিও সকাল তবু ধীরে ধীরে বাড়ছিলো রোদের তেজ। নৌকার ছাদে দাঁড়ানো যাচ্ছিলো না অগত্যা সবাই নৌকার মধ্যেই আশ্রয় নিলো। গল্প আড্ডার ফাঁকে ফাঁকে চললো গান আর লেবুর শরবতের হাত বদল।
ঘন্টা দেড়েক চলার পর আমরা পৌঁছে গেলাম হাওড়ের মূল অংশ মানে ওয়াচ টাওয়ারের কাছে। ওয়াচ টাওয়ারে ইতিমধ্যেই প্রায় দশ-পনেরোটা নৌকা ভিড়েছে। ভিড় এড়াতে আমরা কিছুটা দূরে নোঙর করলাম।

মাথার উপর কড়া রোদ আর তীব্র দাবদাহ সবাইকেই অস্থির করে তুলেছিলো। ঝটপট জলে নামার জন্য ব্যস্ত হয়ে গেলো সবাই। লাইফ জ্যাকেট পরে কে কার আগে জলে ঝাপিয়ে পরবে সেই প্রতিযোগীতা শুরু হয়ে গেলো। আমি যেহেতু সাঁতার পারি তাই ওসবের বালাই ষাট বলে নেমে পরলাম হাওড়ের সবুজ ঠান্ডা জলে। শরীর জুড়িয়ে গেলো নিমিষেই। হাওড়ের জলে সাপ আছে বলে অনেকেই ভয় দেখিয়েছিলো ট্যুরে যাওয়ার আগে। জলে নেমে প্রথমে সেটাই মনে পরলো। অন্য সময় হলে সাপ আছে জানার পরে সেই জলে কেউ আমাকে নামাতে পারতোনা কিন্তু সব ভয়কে জয় করে হাওড়ে দুই ঘন্টা সাঁতার কাটলাম।


দুই ঘন্টা সাঁতারের পর যে ক্ষুধাটা লেগেছিলো সেকথা বলাই বাহুল্য। নিমিষেই দুই প্লেট ভাত সাবরে দিলাম আলু ভর্তা, ডাল আর হাওড়ের পাবদা মাছ দিয়ে। এরপর হিজলের ছায়ায় নৌকার পাটাতনে ঘন্টা দুয়েক আরামে ল্যাটানোর পরে আমাদের পরবর্তী গন্তব্য শহীদ সিরাজ লেক ওরফে নীলাদ্রি লেক। নীলাদ্রির সৌন্দর্যের কথা লিখে বর্ণনা করা অসম্ভব। যে লোক নীলাদ্রি না গেছে তাকে এই সৌন্দর্য বোঝানো যাবেনা।




অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


