আলহামদুলিল্লাহ।
দীর্ঘ দিন পরে আজ আবার ফিরে এলাম আপন নীড়ে।
হ্যা, আবার একসেস করতে পারলাম।
কোনো ঝামেলা ছাড়াই।
কোনো ভিপিএন ব্যতিত।
স্বাভাবিকভাবেই।
সেই প্রথম দিনগুলোর মত।
আহ! বহু দিন পরে-
আজই এই প্রথম স্বাভাবিকভাবে গুগল ক্রোম ব্যবহার করে ব্লগে ঢুকতে পারলাম।
এ যেন নবজীবনলাভের নতুন আনন্দ!
বিশুষ্ক মরু বিয়াবানে এ যেন অবিরাম ধারায় বর্ষন মুখর সাঁঝের মায়া!
পদ্ম মালতী বকুল হাস্নাহেনাদের মিলিত গন্ধে মাতোয়ারা চারপাশ!
মুক্তির আনন্দে উদ্ভাসিত আদিগন্ত চরাচর!
সবাইকে অভিনন্দন।
সামহোয়্যারইনব্লগরে পথচলা নতুন করে শুরু হোক আবার।
একে একে আবার ফিরে আসুন সকলে।
হারিয়ে যাওয়া পুরনো সন্তানদের ফিরে পেয়ে জেগে উঠুক প্রিয় ব্লগ।
পুরনো সেই দিনগুলোর মত।
তারচে'ও বেশি আনন্দদায়ক হয়ে উঠুক আগামীর সময়গুলো।
যারা অবরুদ্ধ করে রেখেছিলেন প্রিয় এই প্লাটফর্মটি দীর্ঘ সময়।
তাদের যদি শুভবুদ্ধির উদয় হয়ে থাকে, অভিনন্দন এবং শুভকামনা তাদের জন্যও।
বাংলা ভাষার সর্ববৃহত এই অনলাইন প্লাটফর্মটিকে।
দীর্ঘ দিন কন্টক পড়িয়ে রাখা হয়েছিল।
বিনা বিচারে।
বিনা দোষে।
অবশেষে গতকাল থেকে স্বাভাবিকভাবে প্রবেশ করা যাচ্ছে ব্লগে।
প্রিয় ব্লগটিকে রাহুমুক্ত করার পেছনে কাজ করেছেন যারা-
প্রত্যেককে হৃদয় নিংড়ানো উষ্ণ শুভেচ্ছা।
প্রিয় ব্লগের মুক্তি প্রত্যাশায় আমার পুরনো লেখাগুলো-
১। ০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৮ টায় প্রকাশিত:প্রিয় সামু ব্লগ মুক্ত হবে
২। ১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৮ টায় প্রকাশিত: কবিতা ফিরিয়ে আনুক হারিয়ে যাওয়া শব্দ কথা…...
৩। ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:১৯ টায় প্রকাশিত: কেউ আমাদের আটকাতে পারবে না-
৪। ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫১ টায় প্রকাশিত: শান্তিপূর্ণ উপায়ে সুশৃঙ্খলভাবে করা যায় এমন যত ধরণের প্রতিবাদ রয়েছে- সামুকে পুরোপুরি মুক্ত না করে দেয়া পর্যন্ত তা অব্যাহতভাবে করে যাব। করেই যাব ইনশাআল্লাহ।
ছবি কৃতজ্ঞতা: অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৯