
ওমর খাইয়াম, চিনতে পেরেছেন তো! বলছি, সোনাগাজী, ওরফে চাঁদগাজী, ওরফে জেন একাত্তর, ওরফে জেনারেশন একাত্তর, ওরফে, যামিনী সুধার কথা। জ্বি, উহার আজকের মন্তব্য, “সামু ব্লগে যেই কয়টা ইসলামিক স্কলার আছে, সব কয়টাই ইডিয়ট”। এটি কোনো যুক্তি নয়, কোনো সমালোচনাও নয়। এটি সরাসরি অসভ্যতা।
একটি ব্লগ প্ল্যাটফর্মে মতভিন্নতা থাকা স্বাভাবিক। ইসলামিক স্কলারদের বক্তব্যের সঙ্গে কেউ একমত নাও হতে পারেন। কিন্তু ভিন্নমত প্রকাশের ভাষা যদি গালাগালিতে নেমে আসে, তাহলে সেটি লেখকের চিন্তার দৈন্যই প্রকাশ করে।
যারা লেখেন, গবেষণা করেন, দলিল দেন, তাদের সবাইকে এক শব্দে অপমান করা মানে আলোচনার দরজা বন্ধ করে দেওয়া। এতে ইসলামিক স্কলারদের ক্ষতি হয় না, বরং বক্তার নিজের রুচি ও মননই প্রশ্নবিদ্ধ হয়।
যুক্তির জবাব যুক্তি দিয়ে দেওয়া যায়। ভুল থাকলে প্রমাণ দিয়ে ধরিয়ে দেওয়া যায়। কিন্তু “ইডিয়ট” বলার মধ্য দিয়ে কোনো বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় না, শুধু অসহিষ্ণুতা প্রকাশ পায়।
ব্লগ মানে চিন্তার আদানপ্রদান। গালি দিলে সেটা পোস্ট থাকে না, সেটা স্রেফ শব্দদূষণ হয়ে যায়। আমি তার মত গালাগালি করতে পারবো না। সম্মানিত ব্লগারদের কাছে শুধু কয়েকটি প্রশ্ন রেখে যাচ্ছি, উহার হেদায়েতটা আসলে ঠিক কবে হবে? কিসে হবে? না কি, আদৌ কোনদিনই হবে না????
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


