মানবতা এটাকেই বলে।
কিন্তু আরব দেশ গুলোতে এমনটা হয়না। যখন কোন একসিডেন্ট হয আর কেউ আহত হয়, তখন কেউ এসে আহত কে উঠায় না।
গতকাল কিং আব্দুল আজিজ রোডে দেখলাম একজন লোক পড়ে আছে। কোন গাড়ি হয়তো তাকে আঘাত করে পালিয়ে গেছে। কিন্তু অবাক করা কান্ড হল কেউ তাকে উঠাচ্ছে না। সবাই গাড়িতে বসে দেখছে। আমি ভাবলাম গাড়ি থামিয়ে ওকে উঠাই। কিন্তু একজন সউদি আমাতে মানা করলো। কারণ হিসেবে সে বললো এটা পুলিশ কেইস। পুলিশ এসে দেখবে সে কিভাবে একসিডেন্ট হয়েছে। আমি বললাম সে পর্যন্ত হয়তো সে মারা যাবে।
গত মাসে একজন মহিলা মারাত্বক ভাবে আহত হয়েছে। ড্রাইভার মাথায় আঘাত প্রাপ্ত হয়ে পরে আছে। দেখলাম কেউ এসে মহিলাটাকে উঠাচ্ছে না। এথানে পদর্াার খাতিরে এমনটা করা হচ্ছে। কেউ হাত লাগালে জবাব দিহিতা করতে হবে।
আমি এসব একসিডেন্ট প্রায়ই দেখি। মানবতার খাতিরে কেউ আসে না সাহায্য করতে বা আসতে পারে না সমাজ বা আইনের কারনে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



