আমি Sony Cybershot DSC-D800 ক্যামেরা ব্যবহার করি। গত কিছুদিন ধরে এটির লেন্স-এ ফাঙ্গাস মতো কিছু একটা দেখা যায় বাইরে থেকে, যার কারণে ছবি তোলার সময়ে ক্যামেরার বিপরীত দিকে কোন আলো (বাতি, সূর্য, ইত্যাদি) থাকলে ছবি ঝাপসা হয়ে যায়।
সনি'র সার্ভিস সেন্টারে এ ব্যাপারে যোগাযোগ করেছিলাম, কিন্তু মাত্রাতিরিক্ত চার্জ এর কারণে ওখানে সারাতে দিতে ইচ্ছে করছে না।
আমার প্রশ্ন, এটি কি কোন ভাবে আমি বাসায় পরিস্কার করতে পারি, নাকি সার্ভিসিং-এ দেওয়াই ভালো হবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



