শুধু শিক্ষাজীবন বলবো না, আমার জীবনের বড় একটা অন্ধকার সময় কেটেছে জগন্নাথ কলেজে। পুরো ৪ বছরে সাকুল্যে ৬০দিন ক্লাস পেয়েছিলাম কিনা সন্দেহ আছে। প্রথম প্রথম খুব মনযোগ ছিলাম, লাইব্রেরিতে যেতাম, বই পেতাম না, বা নয় থাকলে পৃষ্ঠা নাই। একটা ক্লাসে রোল অনুযায়ী ৪০০ ছাত্র! সমস্যা নাই, কলেজও জন্য, সমস্যা কি, ক্লাস তো আর হবে না।
যা হোক, এক পর্যায়ে জগন্নাথে আন্দোলন শুরু হলো, বিশ্ববিদ্যালয় করার দাবিতে। নেতারা বুঝালো, আমরাও বুঝলাম (!)। ক্লাসে বর্জন করে আন্দোলন চলতে থাকলো। লাইব্রেরি নাই, হোস্টেল নাই, ক্লাসরুম নাই, ফ্যাকাল্টি তে সেয়ার টেবিল নাই, বছরের পর বছর আন্দোলন করে গেলাম, পড়াশোনা বাদ দিয়ে, "বিশ্ববিদ্যালয় চাই, বিশ্ববিদ্যালয় চাই"
অনার্স শেষ বর্ষের সিট পড়লো, ইডেন কলেজে।
লজ্জা পাওয়া শুরু হলো তখনই। আগে তো আর ঢুকার সুযোগ হয় নি। ইডেন যেমন গোছানো, সুবৃহৎ, আবাসিক হল আছে,
ফ্যাকাল্টি, পরিচ্ছন্ন, দেখে মনে হলো, বিশ্ববিদ্যালয়ের দাবি যদি করতেই হয়, ইডেন আগে হওয়া উচিত। "বিশ্ববিদ্যালয়" নামের একটা ওজন আছে, সেই ওজন নিতে পারার যোগ্যতা তো থাকতে হবে।
আজকে শুনলাম, তিতুমীর কলেজের ছাত্ররা শহরে তুমুল অনাসৃষ্টি করেছে, তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে। আগের কথা মনে পড়ে গেল।
কুয়ার ব্যাং যেমন ভাবে, কুয়াটাই পৃথিবী, এর বাইরে কিছু নাই।
কিন্তু পৃথিবীর পথে হাঁটতে চাইলে, কুয়া থেকে বেরুতে হয়। অসভ্যতা যে অসভ্যতা, সেটা বুঝার জন্য তো সভ্য দের সাথে মিশতে হবে। এটুকু উদারতা থাকা জরুরি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



