মহাকালের এক মহা নায়কের প্রয়াণ হয়েছিল
এক মহা বিধ্বংসী ষড়যন্ত্রের মাঝে
কিছু নরমাংস লোভী হায়েনা কুকুরের ঝাঁ ঝাঁ বুলেটের শব্দ
স্তব্ধ করে দিল এক মহাকালের মহাপুরুষকে
হায়েনাগুলোর একটুও বুক কাঁপেনি তার পরিবারের শিশু সন্তানদের বুক ঝাঁঝরা করে দিতেও
আজ ১৫ই আগস্ট বাঙ্গালি জাতির লজ্জার দিন
কলঙ্কিত করেছিল এই দিনে ওই বেদীনের দল বাংলার মাটিকে
নারী, শিশু সন্তান সহ হত্যা করেছিল বাঙ্গালির আত্মাকে
বাংলার মহানায়কের পরিবারবর্গকে।
যে মানুষটার জন্য পেয়েছি আজ স্বাধীন বাংলা
যে মানুষটার ছোঁয়া লেগে আছে গ্রাম বাংলার মাঠে ঘাটে
রাজপথের ধুলোগুলোও যেন আজ অঝোর ধারায় কেঁদে বুক ভাসাচ্ছে
যে মানুষটা রক্ত ঝরিয়েছে অবিরল বাংলার মানুষের তরে
সংগ্রামে সংগ্রামে
শুধু বাংলা মায়ের স্বাধীনতার জন্য যুদ্ধ করে
তাকে আজকের এই ভয়াল রাতে হত্যা করেছে পিশাচেরা সব মিলে
বুলেট বর্ষণে পরিবার পরিজন সহ।
যে মানুষটার একটা ডাকে সারা বাংলা কাঁপে
যে মানুষটার একটা আহ্বানে সারা দিয়ে জীবন দিয়েছে তিরিশ লক্ষ শহীদের প্রাণ অকাতরে
যে মানুষটা ছিল আমার বাংলা মায়ের প্রতিকৃত
সে মানুষটাই হলো যেন বাংলার স্বাধীনতার সর্বশেষ শহীদ।
আজকের এই দিনে মনের গভীর কোন থেকে বারিধারা নেমে আসে
তাকেই স্মরণ করে তার মহা কীর্তির কাব্য-গাথা মনে করে।
হে মহান বিজয় নায়ক তোমার জন্যই আজ আমি বাংলার সন্তান
তোমার জন্যই আজ আমি মাথা উঁচু করে গর্বভরে বলতে পারি আমি বাঙ্গালী।
তোমাকে জানাই সহস্র কোটি প্রণাম আর মনের সকল শ্রদ্ধাঞ্জলি।
ঘৃণা জানাই প্রতিটি বাঙ্গালির হয়ে, আমার মনের গভীর তলদেশ থেকে
ওই সব পিশাচে দলকে যারা তোমায় হত্যা করেছিল নির্মম আঘাতে।
হে মহাকালের মহানায়ক তুমি বেঁচে থাকবে চিরকালই বাঙ্গালির মনের মাঝে
যতদিন বাংলাদেশ বলে কোন দেশ থাকবে
তুমি হয়ে থাকবে বাংলার মহানায়কের এক মহা নাম
হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
