নৈঃশব্দ্য স্রোতের সাথে দলছুট দ্বিধা পঙক্তি
ভাসিয়ে নিল ঝড়ের সর্বচোখা লালঘূর্ণি
সমস্ত নিঃশর্ত আলাপ দুধ পুকুর হয়ে গেল মুহূর্তেই-- সাদা পুষ্করণী;
ঘন নির্জনতায় এ দেহ গাছের মতো ফুলের মতো
অথবা ফুলের টোকারও মতন; তার চোখের মধ্যে কে তুমি
ছড়িয়ে দিলে আত্মামোহন সাপ-- পাগলের কাঁটাতার?
এ দেহ লহরিসম সুরের পরাগ, নোনা সমুদ্রের থেকে
লবণ বণিক আর অমসৃণ গান ভেসে আসে;
বাতাসের ঘ্রাণমুদ্রা উন্মাদ উন্মাদ বলে
আর বলে জোরসে হে-
চালাও, দেহ খুঁড়ে পাওয়া গেছে একমুঠ মাটি, সেই
মাটিতে ফুটেছে ওরে আজব কাঠগোলাপ
বলো তো কে কার মনিব?
দেহ তো মাটিকে তবে বলেনি পরাণ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




