কি যে এক দুর্দমণীয় অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছি
যেন শুধুই মহের পেছনে ছুটে চলছি,আর ...চলতে চলতেই আনমনে পথের খেই হারিয়ে ফেলছি,যে হারানোর অনুভুতিটুকুও আমাদের স্পর্শ করে না,সেটাকে হারানো বলা উচিত হবে কিনা এতে যথেস্ট সন্দেহ আছে, মানুষ আজ ক্রমে যন্ত্রে পরিনত ,আর এরই সাথে তাল মিলিয়ে জীবন গ্রাফের রেখাটিও হচ্ছে ক্রমশ অবণত।
প্রতিটি পদে আজ যেন ভুল বুঝাবুঝি আর ভাঙ্গার হিরিক...যখন ভাঙ্গনের আঘাত বেথা জাগায় পাজরে তখন সে ব্যথার অনুভুতিতে আমাদের সম্বিত ফিরে পাই...ফিরে যাবার পথ তখন হাতরে বেড়াই...ভাবি কি।।কী করে সেই হারানো সুর খুজে পাই।।
কিন্তু ততক্ষণে সময় তার নিজ ধর্ম পালন পুর্বক প্রস্থান করে,
অবশেষে কিছুই আর করার থাকে না ,আর চেস্টা গুলো বৃথা যাবে এই ভেবে, চেস্টাও করা হই না ।
তবে সেই কস্টের অনুভুতি বেশীক্ষণ স্থায়ী হয় না, আমরা আবার মেতে উঠি সেই পুরণো খেলায়...সেই আবেগহীণ যান্ত্রিক জীবনের ক্রুরতম খেলায়...
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



