প্রথম প্রথম ভালো লাগতো না তোমাকে, তার চেয়ে কদম ছিল প্রিয়। ম্লান ফুলদানিতে বহুদিন অজর প্রেমের নামে হাসতো সে নিষ্পাপ ভঙ্গিমায়। পৃথিবীতে সুখ অস্থায়ী অভাগটা না জেনে হুট করে একদিন ধূপ করে যেত মরে। আগে খিচুড়ি প্রধান ছিলে তুমি, অনেকবার জানালা খুলে তোমার সাথে খেয়েছি সে ইহলৌকিক সুধা- তুমি মানে এতটুকুই আমার- প্রেমের মাঝে, খাবারের মাঝে সীমায়িত শৃঙ্খলে। বলবে স্বার্থপর, হৃদয়হীন আমি, বলো ক্ষতি নেই, কিন্তু বলো না ভুলে গেছি আঁধারের কোলে নেমে আসা তুমুল জীবনের ছন্দগুলো, অসীম আকাশের মাঝে দুর্ধর্ষ কালো পর্দা অথচ আড়ালে মমতা নিয়ে কী নাটুকেপনা তোমার। আর এখন স্মৃতিকাতরতার বীজ তোমার জন্য প্রতিদিন শিমুল তুলা উড়ায় আকাশে বাতাসে নিস্তরঙ্গ চারধারে, তুমি কি সেই তুলার খোঁজ পাও? জানো, ভালবাসা বুঝাতে পারে না যারা সখেদে অন্তরীণ হয়, অনেক মেদবহুল কুসুমচিত্র আঁকে, তোমার দোহাই- আমাকে বিকলাঙ্গ না করে পরম দয়িত ভেবে নাও.........
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১২ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




