তোমার জন্যে করতে পারি হাজারটা খুন,
তোমার জন্যে ধরতে পারি জ্বলন্ত আগুন।
তোমার জন্যে পরতে পারি টকটকে লাল জামা,
তোমার জন্যে হইতে পারি অইশির প্রিয় মামা।
তোমার জন্যে ছাড়তে পারি রাত জাগার অভ্যাস,
তোমার জন্যে খেতে পারি কচি সবুজ ঘাস।
তোমার জন্যে যেতে পারি হারিয়ে অজানায়,
তোমার জন্যে ঘুরব নাহয় রূপসি বাংলায়।
তোমার জন্যে গড়তে পারি বেলী ফুলের বাসর,
তোমার জন্যে পারি দিব প্রশান্ত মহাসাগর;
তোমার জন্যে হয়না গাওয়া আমার কোনো গান,
কবিতার ভাসায় লিখে দিলাম কিছু অভিমান।
বিঃদ্রঃ এত কিছুর পরেও আমি বেচে আছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



