কালের কণ্ঠ ডেস্ক
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্যালিকা লরেন বুথ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জন্মসূত্রে ক্যাথলিক বুথ সম্প্রতি ইরানের কোম শহরের ধর্মীয়স্থানে বেড়াতে যাওয়ার পর ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন। ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ারের সৎ বোন তিনি।
লন্ডনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ইসলামী সম্মেলন 'গ্লোবাল পিস অ্যান্ড ইউনিটি ইভেন্ট'-এর প্রথমদিন গত শনিবার বুথ তাঁর ধর্মান্তরিত হওয়ার কথা জানান।
মানবাধিকার কর্মী বুথ পেশায় সাংবাদিক। ইরানের ইংরেজি ভাষায় ২৪ ঘণ্টার আন্তর্জাতিক নিউজ চ্যানেল প্রেস টিভিতে কাজ করেন তিনি। ওই সম্মেলনে বুথ বলেন, 'আমি আপনাদের সঙ্গে একটি জিনিস ভাগাভাগি করে নিতে চাই। তা হলো, আমি লরেন বুথ এবং আমি একজন মুসলমান।' তিনি বলেন, 'আমি সব সময়ই অনুভব করতাম মুসলিম উম্মাহ খুবই শান্তিপ্রিয় এবং সংবেদনশীল। তাদের একজন হতে পেরে আমি গর্বিত।'
৪৩ বছরের বুথ এখন বাড়ির বাইরে গেলে হিজাব করেন। পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। তাঁর ভাষায়, 'দেড় মাস আগে ইরানের কোম শহরের ধর্মীয় স্থানে বেড়াতে যাওয়া আমার জন্য ভীষণ আনন্দের অভিজ্ঞতা। আমি এখন দিনে পাঁচ বার প্রার্থনা করছি। কখনো-সখনো সময় পেলে মসজিদে যাই। এবং ৪৫ দিন ধরে পানীয় স্পর্শ করছি না আমি।' বুথ জানান, তিনি শুকরের মাংসও খাচ্ছেন না। প্রতিদিন কোরআন পাঠ করছেন। মুসলমানদের সম্পর্কে প্রচলিত ধারণা প্রসঙ্গে বুথ জানান, বিশ্বব্যাপী এই ধারণা প্রচলিত যে, মুসলমানরা পাগল, খারাপ ও ভয়ঙ্কর। এই সংক্রামক ধারণা বন্ধ করা দরকার বলে তিনি মন্তব্য করেন। তাঁর ধর্মান্তরিত হওয়ার ফলে বিতর্ক দেখা দিতে পারে_স্বীকার করে বুথ বলেন, 'প্রত্যেক কাজেরই একটি প্রভাব থাকে।' বিবাহিত বুথের দুই সন্তান আছে। উল্লেখ্য, টনি ব্লেয়ার ২০০৭ সালে ইংলিশ চার্চের অধীন (প্রোটেস্ট্যান্ট) থেকে রোমান ক্যাথলিক হন। সূত্র : ডেইলি মেইল, এএফপি ও এএনআই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



