
মরিয়া বাঁচিল মদন
বাঁচিয়া মরিছে দেখেনি তখন।
স্বপ্নে স্বপ্নে বিভোরে ছিল শয়নে
দম বারায়ে গেছে, এখনও শয়নে...
কিবা ছিল, কিবা আছে ভালবাসা ছাড়া
এই বুলি বলিয়া বেড়াইত হতচ্ছাড়া...
দেখিয়াও দেখেনি, বলিলেও শোনেনি
হায় খোদা ! তুমিও কেন তাকাওনি?
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




