শাহেদ নুর উদ্দিন:
রিচার্জ করার পর থেকেই কিছুক্ষণ পর পর কোন ম্যাসেজ ছাড়াই ব্যালেন্স থেকে টাকা কেটে নেয়। কাষ্টমার কেয়ারে ফোন করলে তারা এর কোন সমাধান দিতে পারছে না । বলছে এমন তো হওয়ার কথা না- এভাবেই জানালেন ভোগান্তির শিকার নুরুল ইসলাম।
তিনি জানান, গত ছয় মাস যাবত টাকা রিচার্জ করলেই আমার নাম্বার থেকে কিছুক্ষণ পর পর ২ টাকা করে কেটে নেয়। গত শুক্রবার দুপুরে ১৯ টাকা রিচার্জ করলে শনিবার সকাল ৯টা পর্যন্ত শুধু শুধু ১২ টাকা কেটে নিয়েছে।
শুক্রবার সকালে কাষ্টমার কেয়ারে ফোন করলে তারা টাকা রিচার্জ করতে বলে এবং টাকা কাটার সাথে সাথে তাদের কে ফোন করতে বলে। এর পর আমি টাকা রিচার্জ করে কাষ্টমার কেয়ারে ফোন দিলে তারা বলে আমাদের সিস্টেমের সমস্যার কারণে আমরা আপনার আজকে হিসেব দেখতে পারছি না। তাকে আমি বললাম, তাহলে আগের তালিকা দেখে সমস্যার সমাধান করেন। উত্তরে সে বলল, আমরা ৭ দিন আগেরটা দেখতে পারছি না।
কবে দেখতে পারবেন এমন প্রশ্নে উত্তরে তিনি বলে, অনেক সময় সাথে সাথে চলে আসে। আবার কখনও কখনও ৩/৪ দিনও লেগে যায়।
এভাবে টাকা কেটে নিচ্ছে এখন কি করব' জানতে টাইলে তিনি বলেন, কথা বলে টাকা শেষ করে ফেলেন। টাকা না থাকলে টাকা কাটবে না।
এরপর শনিবার দুপুর পর্যন্ত ৬ বার ফোন করলে ঘুরে ফিরে সবাই একই ধরনের কথা বলছে।
শুধু নুরুল ইসলামই একা নয়। এভাবেই গ্রামীণফোনের চার কোটি গ্রাহকের মধ্যে অনেকেই নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের কাছ থেকে অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


