পাহাড়কে ডিংগিয়ে সূর্য নেমে যায়
সমূদ্রের জলে স্নান করতে।
আলোর ধাওয়া খেয়ে লুকিয়ে থাকা অন্ধকার
ফিরে আসে পৃথিবীতে।
অন্ধাকরের বন্যায় ডুবে যায় ঘর বাড়ী
কর্ম ব্যস্ততা, অলসতা, শব্দ আর শব্দের শব্দ।
স্বেচ্ছাসেবক জোকাকী আর ঝিঁ ঝিঁ পোকারা গীত গায়
মিলন বিলাসী স্বপ্নরা আগুনের হলকায়
ছড়িয়ে পড়ে দেহে।
ফিরে আসে প্রেমিকা বিবাহিত প্রেমিকের কাছে।
স্নান সেরে রাঙ্গা সূর্য উঠে আসে নতুন পৃথিবীতে.......
১৬-১২-০৮
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



