গত ক'দিনের আকাশের সাথে তাল মিলিয়ে মনের আকাশটাও কেন জানিনা ভীষন মেঘলা। একটা গান শুনছিলাম। ভাবলাম আপনাদের সাথে সেটা ভাগ করে নেই। গানটি সায়ানের গান অ্যালবাম থেকে নেয়া।
ওঠ্ মন, ওঠ্ না
কথা শোন্, শোন্ না
আজ আকাশ আলো করে, তারারা ডাকছে তোরে
তোর অভিমানের বন্ধ ঘরে নাড়ছে কড়া জোছনা
ওঠ্ না'রে মন, ওঠ্ না
ডাকছে তোকে জোছনা
আমায় রাখিস কেন বেঁধে
কি লাভ শুধু কেঁদে
দুঃখগুলো আগলে কেন
রাখিস সেধে সেধে
আজ অনেকদিনের পরে, আমার অন্ধকারে
দখিনা হাওয়া কপাল ছুঁয়ে আমায় আদর করে
তুই মরণ ঘুমের ঘোরে
দু'চোখ আছিস বুজে
অনেক আঁধার পেরিয়ে পেলাম
একটু আলো খুঁজে
আজ অনেক কান্না শেষে, আমি তো উঠেছি হেসে
চোখ মুছে তুই হাস'না রে মন আবার ভালোবেসে
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



