
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর এই স্বর্নযুগে সনাতন ওয়েব ভিত্তিক ফ্রি মেইল সার্ভিস যেমন ইয়াহু মেইল বা জিমেইলের সক্রিয় ব্যবহার কয় জনে করে বা আদৌ করে কিনা সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে। তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সেভাবে ব্যবহার না হলেও বিভিন্ন সাইটে সাইন আপ করার জন্যে ইমেইলের বিকল্প কিছু আজো তৈরি হয় নি।
দিন দিন ব্যবহার কমতে থাকলেও সার্ভিস প্রভাইডার গুলো তাদের গ্রাহকদের আগ্রহী করতে নিত্য নতুন ফিচার যুক্ত করছেন। একটা সময় ইউজারদের ইনবক্সের ইমেইল রীতিমত ডিলিট করতে হতো, সীমিত স্টোরেজের জন্য। সর্বপ্রথম গুগল তার জিমেইল সার্ভিস চালু করে এই ধারনায় পরিবর্তন নিয়ে আসে। তারা তাদের গ্রাহকদের ১গিগা বাইট স্টোরেজ সুবিধা দেন যা এতো দিন ইয়াহু দিত ১০০ মেগা বাইট। তখন থেকেই ইনবক্সের মেইল ডিলিট না করার জন্য তারা প্রচারনা চালিয়ে আসছিলেন যার ধারাবাহিকতায় মেইল ডিলিট না করার একটা প্রবনতা তৈরি হয়েছে।
কিন্তু কি হবে আপনার ইমেইল অ্যাকাউন্টের যদি আপনি মারা যান? সম্প্রতি গুগল জানিয়ছে, মৃত্যুর পর মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা চাইলে তারা মৃত ব্যক্তির ইনবক্সের সমস্ত ইমেইল এমনকি তার পাঠানো সব ইমেইল তাদের কে দিয়ে দেয়া হবে। ঠিক একই বক্তব্য হটমেইলেরও।
এক্ষেত্রে ইয়াহু জানিয়েছে, কোন ব্যাক্তির ব্যাক্তিগত তথ্য তারা কারো কাছে প্রকাশ করে না বরং পরিবারের সদস্যরা কারো মৃত্যু নিশ্চিত করলে তারা সেই একাউন্ট ডিলিট করে দেয়। ইয়াহুর এক কর্মকর্তা জানিয়েছেন, একাউন্ট শুধু তখন প্রকাশ করা হবে যখন ইউজার নিজে চাইবেন এবং তার উইলে তা উল্যেখ করবেন।
ফেসবুক এ বিষয়ে "ম্যামোরালাইজেশন" নামে নতুন ফিচার চালু করেছে যেখানে কোন ইউজারের মৃত্যুর পর তার পরিবার চাইলে তার প্রফাইল পেজ টি চালু রাখতে পারে এবং একে তার মৃত ব্যক্তির প্রতি ভার্চুয়াল ট্রিবিউট হিসেবে উল্লেখ করেছে।
সুতরাং এ বিষয়ে ইউজার কেই সিদ্ধান্ত নিতে হবে সে কোন সার্ভিস টি গ্রহন করবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



