গুগল হোম পেজের বাম পাশের কোনায় web,image, groups,....এই বাটন গুলির সাথে যুক্ত হচ্ছে নতুন একটি বাটন। সম্প্রতি গুগল জানিয়েছে বিশ্বব্যাপী মিউজিক প্রেমীদের ক্রমবর্ধমান সংখ্যা এবং তাদের চাহিদার কথা বিবেচনা করে তারা তাদের সার্চ ইঞ্জিনে মিউজিক সার্চ নামে নতুন একটি অপশন চালু করতে যাচ্ছে।
"প্রতি দিন আমরা অসংখ্য গানের জন্য অনুরোধ পাই"- জানিয়েছেন গুগলের এক কর্মকর্তা। "তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।" "গানের টাইটেল এবং আরটিস্টের নাম লিখে সার্চ দিলে খুব সহজেই পাওয়া যাবে কাঙ্খিত গান এবং নির্দিষ্ট অর্থের বিনিময়ে তা ডাউনলোড ও করা যাবে।"
বিশ্ব বাজারে গুগলের এই উদ্দোগ কেমন প্রভাব ফেলবে জানিনা, তবে ফ্রি তে অভ্যস্ত বাঙ্গালীদের কাছে কোন মূল্যই নেই। যেখানে সার্চ দিলে হাজার হাজার ফ্রি গান পাওয়া যায়, সেখানে টাকা দিয়ে অন লাইনে গান কিনবে, এমন পাগল বাংলাদেশে খুব বেশি নেই বলে ধারনা...।
ধারনা করা হচ্ছে, অ্যাপলের আই টিউনস এবং মাইক্রোসফটের অন লাইন মিউজিক স্টোরের সাথে পাল্লা দিয়েই মূলত গুগল এই উদ্দোগ নিতে যাচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



