১/
নাজিফাহ বুকের ভেতর
ভীরু
পায়ে পিপীলিকা হাটে ___
এন্টাসিড প্যারাসিটামল
নিকোটিন
মেশানো ঘাটে ____
চারিদিকে নভেম্বরের ঝরো হাওয়া_____
এমনদিনেই তো তোমায় পাওয়া ।
২/
বিত্তের নেই অভাব বিত্তবানদের
আরো মোহ তবু আরো লোভ
মানুষ আমি সংগ্রামী আমরন
বেঁচে থাকা জুড়ে অজস্র ক্ষোভ
পড়ে থাকে দুচোখের সীমানাজুড়ে
আমরন বাসনা দ্বিধাহীন তবু দূরে
৩/
ঘুম ছুয়ে গেছে নীল রাত …
তোমার চুলের ফাকে মুছে গেছে …
সাদাকালো যতো দীর্ঘশাস |
৪/
প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই
বাচ্চা হবেনা , বাচ্চা হবেনা , বাচ্চা হবেনা . ..
৫/
তুমি কি জানো না ?
আমার বুকে আছে জমা
কতো অমলিন বেদনা
সুজানা ….
কেমন করে হয়েছ তুমি
ইচ্ছেমত অচেনা ?
স্মৃতির নীড়ে নীরবে যে
জমে গেছে অনুশোচনা
সুজানা …
অশ্রুভরা দু’চোখে
তোমারই সুখ দেখে
আমার একাকী প্রহর কাটেনা
সুজানা .. তুমি কি বোঝনা ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


