নাজিফাহ্ তোমাকে চাই
প্রলয়ের দিনে , বৈশাখী শ্রাবণে
নাজিফাহ্ তোমাকে চাই
মেঘমল্লারে ,ঝুম বৃষ্টির গানে ।
রোজ তুমি কালবৈশাখী
প্রলয় তুলো প্রনয় সুরে
রোজ তুমি মিষ্টি হেসে
আপ্লুত করো রাঙ্গা অধরে ।
তোমার জন্য হেলে পড়ে
বাশবাগানের মাথার উপর চাঁদ
তোমার জন্য ঝিঝি ডাকে দুপুরে
ঘুম হারিয়ে আড়মোড়াতে রাত ।
তুমি মিশে আছো আমার প্রতি ভাবনায়
ব্যথা ভুলে আছি তোমাকে পাওয়ার আশায় ।
যন্ত্রনার পদধূলি মুছে যায়
তোমার কালবৈশাখীর অহমিকায়
চাওয়া পাওয়ার হিসেব মুছে যায়
নতুন দিনের বারতায় ।
অনেকদিন পর সামুতে লিখলাম । ধন্যবাদ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


