মনে আমার কি রকম আনন্দ তা প্রকাশের ভাষা নাই...
বেশ আগে টিভি তে একটা এ্যাড দিতো...
কিসের এ্যাড মনে নাই,তবে এ্যাডের গল্প টা মনে আছে...
একটা ছেলে শেভ করছে,এর মাঝেই ছেলেটার ছোটো বোন চিৎকার করে খবর দেয়, 'ভাইয়া তুই মামা হয়েছিস!!!'
আর ছেলেটা অর্ধেক শেভ করা অবস্থায়ই 'ইয়াহ্হু' বিশাল লাফ দেয়!!!
আজকে আমি অইরকম কোনো লাফ দেই নাই...
এর চেয়েও বড় লাফ দিসি!!!
আমি মামা হয়েছি!!!
আল্লাহু আকবার... আল্লাহু আকবার!!!
আমি কি করবো বুঝে পাচ্ছিনা!!!
আমার আনন্দ রাখনের জায়গা নাইরে...
প্রাণ বন্ধু আসিলো ঘরে...!!!
সবাই আমার বোন ও ভাইগ্নাটার জন্য অনেক অনেক দোয়া করবেন!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



