বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন মাত্রা ছুঁয়েছে। মঙ্গলবার দিন শেষে এর পরিমাণ এক হাজার ৭শ’ কোটি ডলার ছাড়িয়ে গেছে। যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
এর আগে গত আগস্ট মাসেও রিজার্ভের পরিমাণ এক হাজার ৬শ’ কোটি ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ে।
এছাড়া মে মাসেও রিজার্ভ দেড় হাজার কোটি ডলার ছাড়িয়ে রেকর্ড ভেঙ্গেছিলো।
রিজার্ভের পরিমাণ ক্রমাগত বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈধ পথে প্রবাসী আয় ও রফতানি আয় বৃদ্ধি এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণের কারণেই রিজার্ভ বাড়ছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রিজার্ভ রয়েছে উদীয়মান অর্থনীতির দেশ ভারতে। বাংলাদেশের পরে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান মতে, চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে প্রায় সোয়া তিনশ’ কোটি ডলার প্রবাসী আয় হিসেবে দেশে এসেছে।
(সংগৃহীত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



