স্ত্রীকে চড় মারার দায়ে এক সৌদি নাগরিককে প্রকাশ্যে ৩০ বেত্রাঘাত এবং ১০ দিনের কারাদণ্ড দিয়েছে সৌদি আদালত । বুধবার জিও নিউজ জানায়, পূর্ব কাতিফ জেলার সাফওয়া শহরে আদালতের নির্দেশে ওই ব্যক্তিকে বেত্রাঘাত করা হয়। পুলিশের কাছে ওই ব্যক্তির স্ত্রী অভিযোগ করেন, তর্কাতর্কির এক পর্যায়ে তার স্বামী তার গালে চড় মারেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী তার পিতামাতার অবাধ্য ছিলেন। আদালত ওই নারীকে তার স্বামীকে বেত্রাঘাতের সময় সেখানে উপস্থিত থাকার আদেশ দেন। সূত্রঃ Click This Link
ইসলামে নারী স্বাধীনতা নাই !
নারীর নিরাপত্তা নাই !!
এসব বলে যারা গলা ফাটান তারা এখন কি বলবেন । আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখতে পাই , যেইখানে ইসলামী আইন নাই সেইখানেই সর্বাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটছে , নারীকে ভোগ্যপণ্য হিসাবে ব্যবহার করে অবমূল্যায়ন করা হচ্ছে । পক্ষান্তরে ইসলাম নারীদের দিয়েছে নিরাপত্তা ও সম্মানের সহিত সর্বাধিক স্বাধীনতা । দালাল মিডিয়া , ইসলাম বিদ্বেষীরা এই সকল খবর প্রচার করবেনা । কারন মানবজাতির জন্য ইসলামী আইনের উপকারীতা প্রচার করতে গেলে তাদের ধুতি খুলে যাবে ।
ইসলামের নারী সংক্রান্ত বিধান কতটা আধুনিক তা জানতে এই পোস্টটি দেখুন
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


