
মেঘ গলে শুধু জল হওয়াটাই বাকি
এমন প্রহরে আছি যেমনটা থাকি।
কল্পনার রঙে বৃষ্টিতে আমি ভিজি
স্মৃতির পাতা উল্টে কিছু সুখ খুঁজি।
বিদায় বেলায় বলে গেলে কি এমন হতো
হাজার প্রহর কাটলো তবু হলে না বিগত।
যা কিছু স্মৃতি রয়েছে এখনও সতেজ এবং সজীব
বেদনার নীল ক্যানভাসে আঁকা আমি কেবলই নির্জীব।
© রফিকুল ইসলাম ইসিয়াক।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



