"কাউকে ভালোবাসলে
নিরবে নিভৃতে অনেক চোখের জল ফেলতে হয়
অজস্র বিরহ ব্যথা বুকে ধারণ করতে হয়
এক সাগর দূর্গম পথ পাড়ি দিতে হয়
তবে মেলে ভালোবাসা"
তুমি বলেছিলে।
আমি তো তোমার বিরহে
অনেক করেছি মন খারাপ
দিন সপ্তাহ মাস বছর কতবার
ঘুরে গেছি তোমার বাড়ির চৌকাঠ।
বুকে ধারণ করেছি তোমার
পরিবারের নানান হুমকি চোখ রাঙানি, শাসন।
সেই তুমি
একবার ফিরেও তাকালে না
মিথ্যে করে হলেও আমায় দেখে হাসলে না।
ক্ষতি হতো খুব তাই না?
এতটাই দামি তুমি
নাকি অহংকার সবটুকু।
জানো কি-না জানি না
হেলায় হারানো ক্ষণ ফিরে আর আসে না।
জানবে,বুঝবে আমায় খুঁজবেও
তখন কিন্তু সাধন হবে না।
পাবে কি আমায়, না-কি পাবে না
জানি না জানি না।
খরস্রোতা নদীও তার গতি বদলায় বাঁধা পেলে
হয়তো আমিও কোন একদিন গতি বদলাবো।
© রফিকুল ইসলাম ইসিয়াক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


