মধুরিমা,
বহুদিন পর আজ তোমায় মনে পড়ছে।কত দিন কত রাত কত বছর হয়ে গেল এখন আর মনে পড়ে না তোমাকে! কাউকেই মনে পড়ে না। মনে করি না যে।
কেমন যেন একটা বোধ থেকে অতীতকে আর সামনে আনতে ইচ্ছে করে না।যে যেখানে যেমন আছে তেমন থাকুক। ভালো থাকুক। ভালোবাসায় থাকুক।
ঘড়িতে কটা বাজে কে জানে।জানালার ওপারে অজস্র জোনাকির আলো।তিরতিরে ঠান্ডা হাওয়ায় চোখ বুজে থাকলে এক ধরনের আরাম অনুভব হচ্ছে ।কাছাকাছি কোথাও মৃদু ভলিউম রবি ঠাকুরের গান বাজছে। গ্রামোফোন রেকর্ডে রেকর্ড করা গান ।প্রাচীন বাড়িটিতে আমি একা।ফিরে এসেছি শেকড়ের টানে।বহুদিন গান শোনা হয় নি,এড়িয়ে গেছি সযতনে,
".... মোরা ভোরের বেলা ফুল তুলেছি,
দুলেছি দোলায়।
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়... "
তোমার আমার কী আনন্দের, সীমাহীন সুখের সে সব দিন ছিল, একে অন্যকে প্রতি মুহুর্তে চোখে হারাতাম। তোমার লোভী বাবা নিজেদের স্বার্থে তোমাকে তোমার থেকে বিশ বছর বেশি বয়সী আমেরিকা প্রবাসী এক লোকের সাথে বিয়ে দিলো হঠাৎ ই।একে সম্ভবত বলিদান বলে।জীবন্মৃত তুমি যাকে একসময় মামা ডেকে সম্মোধন করতে সে হলো তোমার স্বামী।তোমার মা ওকে ভাই ডাকতো। ভাবা যায়? কত সহজে সম্পর্ক বদলে যায়।কাছের মানুষ পর হয়ে যায়।
অল্প বয়স ছিল ভাবনায় গভীরতা ছিল না তবু ভালোবাসি বলে তোমার কষ্টগুলো আমায় স্পর্শ করতো,ভীষণ কষ্ট হতো।কত কথা যে কানে আসতো।তোমার সীমাহীন দুঃখের কষ্টের কথা শুনে আমি কষ্ট পেতাম,বুক জ্বলে যেতো। ইচ্ছে হতো সাত সাগর পেরিয়ে তোমার কাছে ছুটে যাই।দুষ্টু রাক্ষসের হাত থেকে তোমায় ছিনিয়ে আনি কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন।
আমি বিবাগী হই।সমস্যা মাত্রাতিরিক্ত হওয়ায় আমি শহর বদলাই।আমি নিজেকে বাঁচাতে তোমাকে হারাতে চাই।
পারি নি সম্ভবত। শুধু তোমায় মনে পড়ে যায়। জানতে ইচ্ছে হয়, কেমন আছো এতগুলোদিন বাদে।কেমন আছো প্রিয়তমা?
আহা আবার যদি আমরা দোলায় দুলতে পারতাম।শিউলিতলায় ফুল কুড়াতে পারতাম।বুকে অচিন ব্যাথা....হঠাৎ খেয়ালে এল গান বদলে গেছে..
"এ জীবনে যদি আর কোনদিন
দেখা হয় দুজনার।
এ জীবনে যদি আর কোনদিন
দেখা হয় দুজনার।
এই তুমি আর এই আমি ওগো
নেই তো সেদিন আর
দেখা হয় দুজনার।
সেদিন তোমার আলোয় ভরানো রাত্রি
আমি পথহারা অজানা পথের যাত্রী।
তোমার নয়নে নতুন আশার আলো
আমার কণ্ঠে জাগে সুর নিরাশার।
দেখা হয় যদি দেখা হয় দুজনার
এ জীবনে যদি আর কোনদিন।
ক্ষতি নেই যদি মনে হয় ওগো
এই চিঠি ছিল মিছে।
যার আছে আলো সে কি কভু আর
ছোটে আলেয়ার পিছে।
তবু এই রাত ভরে থাক মধু গন্ধে
চরণে তোমার বাজুক নুপুর ছন্দে।
আমার নিরালা কুঞ্জ ছায়ায় আজি
কি রবে তোমার হয়ে গেল অভিসার।
দেখা হয়, যদি দেখা হয় দুজনার
এ জীবনে যদি আর কোনদিন
দেখা হয় দুজনার। "
একের পর একের পর এক গান বদলে যায় আর চলচ্চিত্রের মত অতীত ফুটে ওঠে মনের পর্দায়।
কৃতজ্ঞতা স্বীকারঃ পোস্টটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের " পুরানো সেই দিনের কথা" গানের কিছু অংশ এবং মোহাম্মদ রফি সাহেবের গাওয়া "এ জীবনে যদি আর কোনদিন দেখা হয় দুজনার" সম্পূর্ণ অংশ ব্যবহার করা হয়েছে। " এ জীবনে যদি আর কোনদিন দেখা হয় দুজনার" গানটি লিখেছেন পবিত্র মিত্র এবং সুর দিয়েছেন বিনোদ চট্টোপাধ্যায়। গানটি ১৯৫৮ সালের।
© রফিকুল ইসলাম ইসিয়াক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


