(১)
সীমাহীন আকাশটা বুক খুলে রেখেছে
বলছে দেখো! দেখো!!আমায় দেখো!!!
আমি তোমায় ওসব করতে বলছিনে
চাইছি তুমি শুধু আমার পানে তাকিয়ে থাকো।
(২)
চাইছি এক চুমুক ভালোবাসা
তোমার অনুভবের পেয়ালা থেকে।
মন কি দেখা যায়?
তবু প্রেমে পড়লে মানুষ চায় একজনের মনের মতো হতে।
(৩)
তোমার চোখে রাখবো চোখ
সেই ভাবনায় কিছু পেলাম সুখ।
ভুলের পিছনে দৌড়ে দৌড়ে
এখন আমি নর্দমায়।
(৪)
আচ্ছা পেটে একটা চুমু দাও
এবার দুই গালে দুটো
ঠোঁটের উপর ছোট্ট করে।
হাসছে?
হাসতেই হবে।
বাবুটা কিউট নাহ!
আমার এমন একটা বাবু চাই। দেবে?
(৫)
আঁচলটা সরাও!
ডানে, আরেকটু, হ্যাঁ এবার ঠিক আছে।
মাথার উপর এভাবে কেউ শাড়ি মেলে শুকায়।
আচ্ছা এবার পাশে এসে বসো
চা কিন্তু ঠান্ডা হচ্ছে।
বারান্দা থেকে দুরের ভিউটা সুন্দর নাহ?
হাতটা একটু ধরবে?
যাই বলো আজ কিন্তু যথেষ্ট ঠান্ডা পড়েছে!
(৬)
আচ্ছা করে কচলে কচলে ডলে দাও
হাত মুঠো করে ধরো।
আহা! অমন করে নাহ।
সামান্য কাজটুকু শেখনি?
এই যে বলো কুড়ি বছরের কাজের অভিজ্ঞতা তোমার।
সামান্য করলা কিভাবে কচলে ধুতে হয় তাও জানো না
আগে জানলে কাজে নিতাম না তোমাকে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



