একটা ছেলে একটা মেয়ের পাশে।
শীতের নরম মিষ্টি রোদে
ঘাস বিছানায়
গা ঘেঁষে আলগোছে বসে আছে।
চেনো কি তাদের?
আরে! ওই ছেলেটিই তো আমি।
মেয়েটি?
সেতো- নিঃসন্দেহে তুমি।
ওরা স্বপ্ন বুনছে অনাগত দিনের
কী করে থাকবে আরেকটু ভালো।
কয়টি খোপের বাসা হবে তাদের
কয়টি থাকবে ছানা।
নানা প্রকার জটিল হিসেব নিকেশ
চিন্তা চেতনায় চলছে আনাগোনা।
দিনে দিনে কত রাজার শাসন বদলাবে
কত পরিবর্তন হবে নিয়মনীতির ।
তবু বয়ে চলবে জীবনধারা।
লড়তে লড়তে
কত নদী নাব্যতা হারাবে, হারাবে তার গতি
কত বনখেকো করবে উজাড় বন
সেই প্রন্তরে গড়ে উঠবে জনপদ
নিয়ম অনিয়ম
দূর্নীতি স্বজন প্রীতির নানা আড়াল আবডালে।
তবু ওদের ভালোবাসা রইবে ঠিকই বেঁচে
একান্ত দুটি হৃদয় -আজীবন থাকবে কাছে কাছে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৩