স্যোসাল মিডিয়ায় তুমি এখন জনপ্রিয় ফুড ব্লগার
এই আমি ছোট্ট শহরের সামান্য কানাই মাস্টার।
তোমার আছে বাড়ি, আছে গাড়ি বেড়াচ্ছো খাচ্ছো দেদার
আর এদিকে টিকে থাকবার, নিরন্তর প্রচেষ্টা আমার।
ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী আমার দারুণ অভাব।
ওদিকে তোমার চির বসন্ত,
প্রতিদিন রসনা বিলাসে রোস্ট বিরিয়ানি অথবা রকমারি তন্দুরি কাবাব!
একটা সময় ছিল প্রতি মুহুর্তেই
তোমায় পাশে পাওয়া না পাওয়া নিয়ে শত বিরহ গাঁথা
চোখের দেখা না দেখায় হাজার ছেলেমানুষী কথকতা।
তোমার গন্ধ ছিল চেনা
তোমার চলার ছন্দ ছিল জানা।
প্রায় রোজ নিয়ম মেনে একসাথে রোদ পিঠে অনেকটা পথ হাঁটা
হঠাৎ হঠাৎ ক্ষিধে পেটে মশলা মুড়িতে বেছে বেছে বাদাম খোটা।
স্নানের বেলা গড়ালেও বাড়ি ফেরার নামই থাকতো না কোন
মায়ের বকুনি টিকা টিপ্পনী হাজার, গায়ে লাগতো না কোন।
কতই না মধুর ছিল সেই দিনগুলো, বলো?
স্বপ্নরা তখন কেবলই জাল বুনে চলছিলো।
শুধু সত্যি টুকু হলো না শেষ অবধি
তোমাতে আমাতে মিলন রচনা হলো না নিরবধি
সব কি আর আছে আগেরই মত ?
প্রেম আর প্রেমিকারা কি সব ছেড়ে গেছে যে যার মত?
কে জানে কি জানি?
যাই হোক তুমিও রয়েছো
আমিও টিকে আছি বহাল তবিয়তে ।
শুধু আমরাই নেই আর আগের মত পরিচিত এই পৃথিবীতে।
© রফিকুল ইসলাম ইসিয়াক।