একদিন এক কম্পিউটার বিজ্ঞানের ছাত্র ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে আঁৎকে উঠল তারই আদরের বোনটির অশ্লীল কুরুচিপূর্ণ ছবি দেখে। রাগে-ক্ষোভে তার থেকে অগ্নি স্ফূলিঙ্গ বিচ্ছুরিত হতে লাগল। সে গর্জন করে এ ব্যাপারে জানতে চাইল তার আদরের বোনের কাছে । অবশেষে জানতে পারল, এক অনুষ্ঠানে একটি ছেলে কৌশলে মোবাইলে তার কিছু ছবি তুলে রেখেছিল । অনৈতিক দাবি প্রত্যাখান করায় ছেলেটি মেয়েটির ছবিগুলো সফটওয়্যার ব্যবহার করে অশ্লীল ছবির সাথে মিশিয়ে দিয়েছে ইন্টানেটে । আর ততক্ষণে এই ছবিগুলো চলে গিয়েছে বিশ্বের সকল প্রান্তের কোটি কোটি ইন্টারনেট বাহারকারীর কাছে ।
এ ঘটনাটি নিশ্চয়ই শিউরে ওঠার মত । এরকম হাজারো শিউরে ওঠার মত ঘটনার আকর হল ইন্টারনেট ।
ইন্টারনেট-এর সবচেয়ে ক্ষতিকর দিকটি হল পর্নোগ্রাফি-যা বিশ্বেও সকল শ্রেণীর,ধর্মের, মতের মানুষের কাছে জঘণ্যরুপে আত্নপ্রকাশ করেছে ।
ইন্টারনেট পর্নোগ্রাফি ওয়েবসাইটে আছে চরম অশ্লীল ও ভীষণ কুরুচিপূর্ণ (যা ইবলিস শয়তানও দেখলে লজ্জা পায়) ছবি ও ভিডিও স্ক্রিপ্টের সমাহার, যা দেখে মানষের মনুষ্যত্ব নষ্ট হয়, নষ্ট হয় মূল্যবান চরিত্র, বরবাদ হয় মূল্যবান সময় ও মেধা । ধ্বংস হয় তার চারিত্রিক নৈতিকতা ।
এসব দিক চিন্তা করে বিশ্বের বেশকিছু দেশ ইন্টারনেটের পর্নো সাইটগুলো নিজেদেও দেশে নিষিদ্ধ ও ব্লক করে দিয়েছে । এর বিস্তারিত বিবরণ নিম্নরুপ-
১। পাকিস্তান টেলিকমিনিকেশন্স কর্তৃপক্ষ ১৮০০ পর্নোগ্রাফি ওয়েবসাইট ব্লক করেছে।
সূত্র ঃ আমির জিয়া (৫ এপ্রিল-২০০৫ রয়টার্স)
২। ইন্দোনেশিয়ার পার্লামেন্ট এন্টি পর্নো বিল পাস করেছে ।
সূত্র ঃ http://www.bbc.com (৩০ অক্টোবর-২০০৮)
৩। ইন্ডিয়ার কার্টুন ওয়েবসাইট “সবিতাভাবি” অশ্লীলতার কারণে ব্লক করে দিয়েছে
সেদেশের সরকার।
সূত্র ঃ (রয়টার্স, ইন্ডিয়া ঃ ২৭ জুন-২০০৯)
৪। জার্মান কেবিনেট শিশুদের পর্নোগ্রাফি ওয়েবসাইট নিষিদ্ধকরণ বিল পাস করেছে।
সূত্র abcnews.go.com(২২ এপ্রিল-২০০৯)
৫। সম্প্রতি চীন সরকার পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধ করার ব্যাপারে কড়া পদেক্ষেপ নিয়েছে।
সূত্র ঃ http://www.impactlab.com(২৪ জুন-২০০৯)
৬। মালয়েশিয়ান সরকার বেশ কিছু পর্নোগ্রাফি ওয়েবসাইট ব্লক করে দিয়েছে।
সূত্র ঃ thestar.com (১৬ জুন-২০০৯)
৭। মিসরের আদালতে সেদেশে পর্নোগ্রাফি ওয়েবসাইট নিষিদ্ধ করেছে।
সূত্র ঃ http://www.silobreaker.com
৮। অষ্ট্রেলিয়ান সরকার সেদেশে পর্নোগ্রাফি ওয়েবসাইট নিষিদ্ধ করেছে।
সূত্র ঃ http://www.theinquirer.net
এ ছাড়াও মধ্যপ্রাচ্য, ইরান, আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ অনেক আগেই তাদের দেশে পর্নোগ্রাফি নিষিদ্ধ করেছে।
কিন্তু আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত কোন পর্নোগ্রাফি ওয়েবসাইট নিষিদ্ধ করা হয়েছে কি? আমাদের দেশের প্রথম শ্রেণীর প্রায় সবক’টি পত্রিকা ইন্টারনেট পর্নোগ্রাফির বিরুদ্ধে আর্টিকেল লিখেছে। কিন্তু সরকারীভাবে এ ব্যাপারে যথাপযুক্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি ।
আমরা মনে করি, অবিলম্বে পর্নোগ্রাফি ওয়েবসাইট আমাদের দেশ থেকে সম্পূর্ণরুপে বন্ধ করে দিয়ে দেশের প্রযুক্তি অগ্রসরতাকে কন্টকমুক্ত করা জরুরী। নতুবা তা আমাদের নৈতিক ও চারিত্রিক বিপর্যয় ঘটাবে ব্যাপকভাবে-যা সামাল দেয়া খুব কঠিন হবে ।
পরিশেষে এ সম্পর্কিত পবিত্র কুরআনের হুঁশিয়ারীবাণী উপস্থাপন করছি। মহান আল্লাহ ইরশাদ করেন- “যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার করে, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখেরাতে মর্মন্তুদ শাস্তি এবং আল্লাহ জানেন, তোমরা জান না।” (সূরাহ নুর, আয়াত ঃ ১৯)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




