"ইভ টিজিং" কথাটা মনে হলে আমার শরীরটা কেমন জেন শিউরে ওঠে।আজ এখানে আমি আমার একটা বাস্তব অভিজ্গতার কথা প্রকাশ করবো।একদিন শহরের একটা মেসে আমার গ্রামের বাড়ির এক বড় বোনকে দেখতে গিয়েছিলাম।নিচে অতি আকাঙ্খার সাথে দাড়িয়ে ছিলাম উনার সাথে দেখা করবো বলে।উনি ফোন করে আমাকে কিছুক্ষন অপেক্ষা করতে বললেন।এমন সময় আমি একটু দুরে কয়েকটি ছেলে দেখতে পাই।তাদের মাঝে একজন অতি আনন্দ সহকারে মেয়েদের উত্ত্যক্ত করে চলেছে। আমি লক্ষ্য করলাম আমি যতক্ষন ওখানে ছিলাম ততক্ষন একটা মেয়েও ওই নরপিশাচদের হাত থেকে রক্ষা পায়নি।তবে কোন মেয়েকেই আমি কোন প্রতিবাদ করতে দেখিনি।আর করবেই বা কিভাবে আমি একটা ছেলে মানুষ হয়ে যেখানে কিছু বলার সাহস রাখিনি সেখানে মেয়েরাতো আরো অসহায়।আসলে কি শক্তি সামর্থ্য বড় কথা নয় আমি যদি ঐ সময় ওদের কিছু বলতাম আমি ওদের টার্গেটে পরিনত হয়ে যেতাম।পরবর্তিতে ওরা আমার ক্ষতি করতো কেননা আমিও ওই শহরেই থাকি।অগত্যা বড় বোনকে নিচে নামতে নিষেধ করে দেই।আচ্ছা ব্লগার ভাইয়েরা এহেন অবস্থায় আমাদের কি কিছুই করার নেই? আমার অবস্থাটা দেখুন আমি প্রতিবাদ করতে পারিনি আমার পরবর্তি নিরাপত্তার আশংকায়।কিন্তু আমার যদি সেই ভয় না থাকতো!!! তাই আমি মনে করি সামাজিক আন্দোলন গড়ে তুলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।তবে নিজেদের মানসিকতা পরিবর্তন যেমন জরুরী তেমনি চাই সচেতনতা।আমরা স্বাধীন দেশের নাগরিক কিন্তু স্বাধীনতা ভোগ করছে মানুষরুপি কিছু জানোয়ারেরা।আচ্ছা বখাটেদের মা বোনেরা কি এর শিকার হয়না? ধিক্ এই বর্বরতা।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



