শা্হবাগ জনগনের বিরাট সমাগম
আজকে শা্হবাগ স্কয়ারে এত্ত লোক সমাগম দেখে অবাক হলাম।
কোন নিদৃস্ট জরুরী দাবী নিয়ে জনগনের এত্ত বড় সমাগম খুবই কম হয় আমাদের দেশে।
এত্ত বড় সমাগম দেখে আমার একটা আফসোস জাগলো
এই কথা গুলি বললাম কারন আমাদের দেশের পুর্বের ইতিহাস পরে কখনো এখানে নিখুত প্রকৃত ও কার্যকরী সুশাসন, জনগনের অধিকার ও জনগনকে সঠিক রক্ষনাবেক্ষনের সরকার ব্যবস্থা দেখতে পাই নাই।
এর কারন হয়তোবা প্রকৃত ও কার্যকরী সুশাসন, জনগনের অধিকার ও জনগনকে সঠিক রক্ষনাবেক্ষনের দাবীতে প্রতিনিয়ত বা নিয়মিত এত্ত বড় সমাগম করে কোন ত্রুটিপুর্ন সরকার ব্যবস্থার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে পারি নাই
কোন নিদৃস্ট জরুরী দাবী নিয়ে জনগনের এত্ত বড় সমাগম কে ভুলে যেয়েন না। হয়তোবা জনগন এই রকম বিশাল সমাগম নিয়ে সোচ্চার থাকলে আমাদের অবস্থার পরিবর্তন খুব সহজেই ঘটাতে পারবো। জনগনকে তখন আর যেকোন রকম সরকার যন্ত্র দ্বারা এত্ত সহজে প্রতারিত করা যাবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



