1) মনে করুন আমার পুরো পরিবারের সদস্য/আত্নিয়দের সংখ্যা 100। এর মধ্যে আমার আর আমার বউ এর মোট সম্পদ 10 কোটি টাকা করে মোট 20 কোটি টাকা। আর বাকি 98 সদস্যদের প্রত্যেকের মোট সম্পদ গড়ে 1 লাখ টাকা করে 98 লক্ষ টাকা।
সুতরাং আমার পুরো পরিবারের সদস্য/আত্নিয়দের মোট সম্পদ এর পরিমান 100000000 + 100000000 + 9800000 = 209800000 টাকা.
সুতরাং আমার পুরো পরিবারের সদস্য/আত্নিয়দের GDP (Gross domestic product) = 209800000/100 = 2098000 টাকা।
এখন আমার ও আমার বউ এর সম্পদ বেড়ে যদি 10 কোটি থেকে বেড়ে গিয়ে 20 কোটি হয় এবং আমার পুরো পরিবারের সদস্য/আত্নিয়দের বাকি 98 সদস্যদের প্রত্যেকের মোট সম্পদ যদি অপরিবর্তিত থাকে তবে হিসাব করে দেখা যায় সকলের GDP হবে 4098000 টাকা।
গরিব গরিবই থেকে গেল, মাঝখানে তার GDP বেড়ে গেল। সবাইকে ভুল বুঝানো হলো অর্থনীতি চাঙ্গা ও শক্তিশালী হয়েছে। সত্যিকারে সম্পদ বৃদ্ধি করে নিল মাল্টিন্যাশনাল পুজিঁবাদী কোম্পানী
এখন মনে করেন আমার ঐ 100 সদস্যের আত্নিয় আসলে আমাদের পুরো দেশটা।
* GDP কি একটা Fake thought না?
* GDP কি একটা Eye wash thought na?
* Economical system উন্নয়ন এর পরিমাপ বের করতে GDP এর পরিমাপ বের কোন দরকার আছে কি?
* এটা কি ভন্ডামী না?
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



