
তালেবানরা তো আফগান নাগরিকদের তাড়িয়ে দেয়নি। তারা তো অভূতপূর্ব সহানুভূতি দেখিয়ে ঘোষণা করেছে, 'আমরা রক্তপাত চাই না। আমরা এসেছি শান্তির বার্তা নিয়ে।' তালেবানের এই সাধারণ ক্ষমার স্পষ্ট ঘোষণা সত্ত্বেও কেন এই সব রাজাকার নাগরিকরা স্বদেশী মানুষদের থেকে বিদেশী প্রভূত্বের গোলামি করতে চায়?
আর মানবতার জয়ধ্বনি দেয়া মার্কিনদেরই বা কেন এত ঝুঁকিপূর্ণ বিমান উড়াতে হলো? তারা তো মানুষজনকে ক্লিয়ার করে বিমান উড়াতে পারত। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের কি এতটুকু ডিসিপ্লিন ছিল না, নাকি খেলা শেষে নুরুল হাসান সোহানের মতো বাড়ি ফেরার খুব তাড়া ছিল? এরপরও মার্কিন প্রভূভক্ত আশরাফ গানি কোন মুখে বলে, আমরা রক্তপাত এড়াতে স্বেচ্ছায় কাবুল ছেড়ে এসেছি! অথচ তাদের ছেড়ে যাওয়াটাও হয়েছে লাশের উপর দিয়ে।
এখন যুক্তরাষ্ট্র বলছে, বাংলাদেশ যেন আফগান রাজাকারদের আশ্রয় দেয়৷ বাহ, কী দারুণ প্রস্তাব! এতকাল আফগানিস্তানের মাথায় কাঁঠাল ভেঙে বিশ্বকে ক্ষমতার প্রদর্শনী করে এখন এসে বাংলাদেশের দরজায় কড়া নাড়তে হলো? যেখানে বাংলাদেশ নিজেই রাজাকারবিরোধী দেশ।

সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




