কাদের মোল্লার ফাঁসিসহ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বদলে গেছে ফেসবুক ও বাংলা ব্লগের চেহারাও। ফেসবুক ও বাংলা ব্লগে এখন নতুন জাগরণ। নতুন চেতনা।
চার দিন ধরে শাহবাগে চলছে আন্দোলন। চলছে লড়াই। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে শাহবাগে শপথ নিয়েছেন লাখো জনতা। ব্লগাররা সেখানে রয়েছেন প্রথম দিন থেকেই। শুরুটাও তাঁদেরই। যাঁরা রাজপথে গিয়েছেন, আন্দোলনে শামিল হয়েছেন, অথবা যাঁরা আন্দোলনে শামিল হতে পারেননি, ফেসবুক ও বাংলা ব্লগে তাঁরাও তুলেছেন ঝড়।
সামাজিক যোগাযোগের এসব মাধ্যমে আলোচনার কেন্দ্রে শাহবাগের আন্দোলন। শাহবাগ নিয়ে অসংখ্য স্ট্যাটাস। যখনই কেউ নতুন খবর পাচ্ছেন, দিচ্ছেন স্ট্যাটাস। অন্যকে আন্দোলনে শরিক হতে জানাচ্ছেন আহ্বান।
অনেকে ফেসবুকে লিখেছেন, ‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই’, ‘একাত্তরের বাংলায় রাজাকারের ঠাঁই নাই। ‘ক তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার’।
আজকের শাহবাগের মহাসমাবেশে যোগ দিতেও ফেসবুক ও ব্লগে জানানো হয়েছে আহ্বান। আন্দোলনে নতুন গতি দিয়েছেন তাঁরা। লিখেছেন, ‘চল চল শাহবাগ’, ‘জেগেছে মানুষ, শাহবাগ মোড়ে আসুন’, ‘ফাঁসি ছাড়া আন্দোলন থামবে না, চলে আসুন শাহবাগের সমাবেশে’ ‘এসো আলোর মিছিলে’। তাসবির শাতিল নামের এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, ‘৩টায় চলে আসুন শাহবাগ স্কয়ারে...দেখা যাক কী হয়...প্রাণ যাবে কিন্তু আমাদের নীতিতে আমরা অবিচল...এক দফা এক দাবি, রাজাকারের ফাঁসির দাবি।’
যেমন চলছে স্ট্যাটাস, তেমনি রয়েছে ছবি। ফেসবুকে লেখার পাশাপাশি শাহবাগের আন্দোলনের ছবি শেয়ার করছেন ব্যবহারকারীরা। রাজাকারদের প্রতীকী ফাঁসির কার্টুনও দিচ্ছেন কেউ কেউ।
আন্দোলনে শরিক হতে প্রবাসী বাংলাদেশিদের কাছে ফেসবুক ও ব্লগ হয়ে উঠেছে অনন্য এক মাধ্যম। বেলজিয়ামপ্রবাসী শাহেদ ইব্রাহীম লিখেছেন, শরীর দেশের বাইরে, মন শাহবাগে।
বাংলা ব্লগগুলোতেও প্রধান আলোচনার বিষয় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি। বাংলা ব্লগ সামহয়্যারইন ব্লগে ইরফানুর রহমান রাফিন লিখেছেন, ‘শাহবাগের প্রজন্ম চত্বরে তৈরি হচ্ছে নতুন ইতিহাস’। আমার বন্ধু নামের ব্লগে ইস্তেজা নামের এক ব্লগার লিখেছেন, ‘জেগে ওঠো বাংলাদেশ, প্রতিরোধের এই তো সময়, দাবি একটাই, সব রাজাকারের ফাঁসি চাই।’ প্রথম আলো ব্লগে মেহেদি রাসেল লিখেছেন, শাহবাগ যেন বাংলাদেশের হূদয়।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



