এখনো বৃষ্টি পড়ে...
শান্ত নদীতে ফোটায় ফোটায়...
এক ফোটা পড়ে আর দুফোটা মিলে এক হয়ে যায়..!
দূরের পাল তোলা নৌকোটা আরও আরও দূরে চলে যায়..
চোখের সামনে ঝাপসা হতে হতে মিলিয়ে যায় সেথায়...
ভালোবাসা হারিয়ে যায় যে পথে,
সে পথে ভেসে আসে সদ্য ফোটা দোলনচাপার ঘ্রাণ..
ঠান্ডা শীতল হাওয়া সে ঘ্রাণ কেও
পাশে ভিড়তে দেয় না...!
শীত এসে আবার চলে যায়...
কত কাল ধরে শুধু আমার-ই যাওয়া হয় না সেদেশে..!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




