ড. যাকির নায়েক একজন বিখ্যাত ইসলামিক বক্তা... তার সুনাম আর পরিচিতির ব্যাখ্যা তো সবারই জানা আছে... আমাদের এখানে রিয়াদে এই নিয়ে পরপর তিনবার অনুষ্ঠান হলো... প্রথমবার আমি অনুষ্ঠানে যাইতে পারি নাই কারণ তখন এখানে ছিলাম না... দ্বিতীয়বার গিয়েছিলাম কিন্তু ভেতরে ঢুকতে পারি নাই কারণ এত মানুষ গিয়েছিল... এন্ট্রি পুরা ফ্রি তো... কিন্তু এবার ঢুকতে পারছি... খুব ভালো লাগছে যে এবার ঢুকতে পারলাম... অনেকক্ষণ ধরে আমরা যাকির নায়েকের জন্য অপেক্ষা করতেছিলাম... তারপর প্রায় ঘণ্টা দুয়েক পর সে আসল... কিছু গতানুগতিক ধারাবাহিকতার পর তার বক্তৃতা শুরু হলো... সে তার স্বাভাবিক ভঙ্গিতেই বিভিন্ন ধর্মের মধ্যে যেসব সাদৃশ্য তা উপস্থাপন করল তার স্বকীয় ভঙ্গিতে... ঠিক আছে... সবাই মুগ্ধ... ভালো কথা... কোনো সমস্যা নেই... এক পর্যায়ে গিয়ে যাকির নায়েক নিজের প্রশংসায় মেতে উঠল... হিন্দুস্তান টাইমস নামে যে পত্রিকা আছে সেখানে নাকি best 100 influential personalities in India তে তাকে স্থান দেওয়া হয়েছে... তাও আবার ধর্মের হিসেবে তার অবস্থান তৃতীয়... খুবই ভালো কথা... সে এই জিনিসটারে এমন ভাবে উপস্থাপন করল... কয়েকভাবে ঘুরায় ফিরায় বারবার সে বলতেছে যে সে আসলে মুসলিম হিসেবে বা কোনো ধর্মের preacher হিসেবে একমাত্র স্থান পাইছে... খুব ভালো কথা আমাদের কোনো সমস্যা নাই... কিন্তু আমি দেখলাম যে একসময় সে তার এই নিজের স্তুতিটাকে একটা পেশাদার level এ নিয়ে গেল... এর আগে যে প্রধান উপস্থাপক সে একবার এই জিনিসটা already উপস্থাপন করে... তো তার এতবার জিনিসটাকে ঘুরায় ফিরায় বলার মানেটা কী??? সে কি এখন আসলে খুব বেশি professional হয়ে যাচ্ছে নাকি সে আসলে নিজের স্তুতি করতে খুব পছন্দ করে??? অনুষ্ঠানটা খুব শীঘ্রই হয়তো On Air হবে...
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



